অয়ন অনি
'স্নেহা', প্রকৃতির সাথে আধুনিকতার মিশেলে অনাথ শিশুদের গড়ে তোলার জন্য একটি দৃষ্টান্তমূলক আশ্রম।এখানে যেমন রয়েছে আধুনিক উপায়ে শিশুদের পাঠদান ব্যবস্থা, তেমনই আম-কাঁঠালের ছায়ায় কাঠের বেঞ্চে বসে পড়াশোনা করার দৃশ্যও চোখ জুড়িয়ে দেয়।পাঠ্যবইয়ের বাইরে এখানে শিশুদের প্রাকৃতিক-মানবিক-প্রাণবিক হওয়ার শিক্ষাও দেয়া হয়।আমি এ 'শিশুস্বর্গে'র উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।